নিউজবাংলা ডেস্ক : স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে দেশজুড়ে ৫৪টি নতুন ইএসআই হাসপাতাল তৈরির জন্য ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। এর মধ্যে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, হলদিয়া এবং গড়শ্যামনগরে তৈরি হবে নতুন তিনটি ইএসআই হাসপাতাল…
নিউজবাংলা ডেস্ক : স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে দেশজুড়ে ৫৪টি নতুন ইএসআই
হাসপাতাল তৈরির জন্য ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। এর মধ্যে পশ্চিমবঙ্গের
শিলিগুড়ি, হলদিয়া এবং গড়শ্যামনগরে তৈরি হবে নতুন তিনটি ইএসআই হাসপাতাল।
নয়া হাসপাতাল তৈরির অগ্রগতি কতটা হচ্ছে, তা খতিয়ে দেখার জন্য আধিকারিকদের
টিম তৈরি করে দিল শ্রমমন্ত্রকের আওতায় থাকা কর্মচারী রাজ্য বিমা নিগম (ইএসআইসি)। এবং
এক্ষেত্রে প্রধানত খতিয়ে দেখা হবে নতুন ইএসআই হাসপাতাল তৈরির জন্য প্রয়োজনীয়
জমি অধিগ্রহণ সংক্রান্ত কাজের অগ্রগতি৷
প্রতি ১৫ দিনে একবার ওই টিমের সদস্যদের রিপোর্ট পেশ করার নির্দেশও দিয়েছে
নিগম। কর্মচারী রাজ্য বিমা নিগমের অন্যতম সহ-অধিকর্তা এ কে গৌতমের সই করা ওই নির্দেশিকা
ইতিমধ্যেই কার্যকর করে দেওয়া হয়েছে।
মোবাইলে নিউজ আপডেটপেতে হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিন, ক্লিক করুন Whatsapp
No comments