নিউজবাংলা ডেস্ক : প্রায় ২ বছর পর এবারেই বাগদেবীর আরাধনা ঘিরে উচ্ছ্বাস রয়েছে সর্বত্র। এরই মাঝে খুশীর খবর দিল আবহাওয়া দফতর। পশ্চিমী ঝঞ্ঝার জেরে গতকাল শুক্রবার দিনভর বৃষ্টিপাত হলেও শনিবার আবহাওয়ার যথেষ্ট উন্নতি হচ্ছে দক্ষিণবঙ্গে। সক…
নিউজবাংলা ডেস্ক : প্রায় ২ বছর পর এবারেই বাগদেবীর আরাধনা ঘিরে উচ্ছ্বাস রয়েছে সর্বত্র। এরই মাঝে খুশীর খবর দিল আবহাওয়া দফতর। পশ্চিমী ঝঞ্ঝার জেরে গতকাল শুক্রবার দিনভর বৃষ্টিপাত হলেও শনিবার আবহাওয়ার যথেষ্ট উন্নতি হচ্ছে দক্ষিণবঙ্গে। সকাল থেকেই কলকাতা সহ শহরতলি ও দক্ষিণবঙ্গের জেলা দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি জেলায় মেঘ সরিয়ে দেখা মিলেছে রোদের।
আবহাওয়া দফতরের খবর, আজ কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকলেও দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। পরিবর্তে আজ দিনের তাপমাত্রা কিছুটা নৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড হয়েছে।
যদিও আজ সকাল থেকে মুর্শিদাবাদ, দুর্গাপুরের আকাশ মেঘে ঢাকা রয়েছে। দুর্গাপুরে ঘন কুয়াশার জেরে জাতীয় সড়কে যান চলাচলে ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। অন্যদিকে আজ সকালে পুরুলিয়ায় তাপমাত্রার পারদ কিছুটা নেমে ১০ ডিগ্রীতে পৌঁছেছে। যা স্বাভাবিকের থেকে কিছুটা কম বলেই খবর।
তবে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হলেও উত্তরবঙ্গে কিন্তু আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর। পশ্চিমী ঝঞ্ঝা কাটিয়ে কবে থেকে আবারও ঠান্ডার দাপট বাড়বে কিনা সেদিকেই নজর খাকছে সবার।
No comments