নিউজবাংলা ডেস্ক : রবিবার সাত সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পাঁশকুড়া সড়কে দাসপুর থানার গৌরা'র সিং পাড়ার কাছে। মৃত ব্যক্তির নাম লক্ষ্মীকান্ত মণি (৫৮)। তিনি পূর্ব মেদিনীপুরের টালটিয়া গ্রামের বাসিন্দা বলে প্রাথমিক ভাবে জানা গেছে। কাজের সূত্রে দাসপুরে যাচ্ছিলেন তিনি।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, এদিন সাইকেলে করে দাসপুরের দিকে যাওয়ার সময় আচমকাই পেছন থেকে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে লক্ষীকান্তবাবুকে সজোরে ধাক্কা মারে। এর জেরে রাস্তার পাশেই ছিটকে পড়েন তিনি। মাথায় মারাত্মক চোট পান ওই ব্যক্তি। ব্যাপক রক্তক্ষরণ হতে থাকে তাঁর।
স্থানীয় বাসিন্দা ও পুলিশের তৎপরতায় আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপরেই স্থানীয়দের থেকে ঘাতক পিকআপ ভ্যানের বিবরণ নিয়ে তাঁকে পাকড়াও করতে তৎপর হয় পুলিশ।
পুলিশ সুত্রে জানা গেছে, ঘাতক পিকআপ ভ্যানটি দুর্ঘটনার পরেই এলাকা থেকে পালিয়ে গিয়েছিল। তবে তার পেছন ধাওয়া করে সাহাচক গ্রাম পঞ্চায়েতের সয়লা গ্রামের কাছে পাকড়াও করেছে পুলিশ। মৃত ব্যক্তির দেহ ময়না তদন্তে পাঠানোর পাশাপাশি তাঁর পরিবারকেও খবর দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
No comments