নিউজ বাংলা ডেস্ক : বেশ কিছুদিন ধরেই জল্পনা বাড়ছিল। কে হবেন বিধানসভার পিএসি চেয়ারম্যান! ইতিমধ্যেই তৃণমূলের তরফে ১৪ জন এবং বিজেপির তরফে ৬ জনের নাম জমা পড়েছে। তবে পিএসি চেয়ারম্যান পদে মুকুল রায়কেই সমর্থনের কথা সাংবাদিক বৈঠকে জানিয়ে কিছুটা চাপ বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিউজ১৮- প্রকাশিত খবর, এদিন বৈঠকে মমতা জানান, নমিনেশন যে কেউ দিতে পারেন। মুকুল রায় তো বিজেপির মেম্বার। তাঁকে বিনয় তামাংরাও সমর্থন করবেন। ভোটাভুটি হলে হবে, দেখি কার কত ক্ষমতা। মানুষের কত ক্ষমতা দেখে নেবে বিজেপি। উল্লেখ্য, আগামী শুক্রবার থেকেই বিধানসভার কাজ করোনাবিধি মেনে শুরু হচ্ছে। তাই বিধানসভার এই গুরুত্বপূর্ণ পদে কে আসীন হতে চলেছেন শেষ পর্যন্ত সেই দিকেই নজর সবার।
যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, যিনি বিধায়ক থাকবেন না তিনি কিভাবে পিএসির চেয়ারম্যান হবেন। বিজেপির তরফে কোনোভাবেই মুকুলকে মেনে নেওয়া হবেনা বলেও জানানো হয়েছে। এই সংক্রান্ত একটি চিঠি অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়কে দিয়েছে বিজেপি পরিষদীয় দল। কার্যত পিএসি পদ নিয়ে শাসক বিরোধী শিবিরে বাকযুদ্ধ শুরু। অপেক্ষা এখন ফলাফলের।
No comments