পটাশপুর, পূর্ব মেদিনীপুর : বোমা পড়ে থাকতে দেখেন এলাকাবাসীরা। খবর পেয়ে পটাশপুর থানার পুলিশ এসে নির্বাচনের দিন ঘোষণা হয়নি এখনও। তার আগেই ক্রমে উত্তপ্ত হয়ে উঠছে পূর্ব মেদিনীপুরের পটাশপুরের রাজনৈতিক পরিস্থিতি। গত দুদিন আগে পটাশপুর ১নং ব্লকে তৃণমূলের ধাক্কাধাক্কিতে এক বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে বলে অভিযোগ। এবার ঘটনাস্থল পটাশপুর ২নং ব্লকের সাউথখন্ড গ্রাম পঞ্চায়েত এলাকা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে সাউথখন্ড গ্রাম পঞ্চায়েতের 234 ও 235 নম্বর বুথ এলাকায় রাতভর সন্ত্রাস চালানোর চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, এলাকার বিজেপি সমর্থকদের বাড়ি লক্ষ করে রাতভর দেদার বোমাবাজি করা হয়েছে।
এরপর মঙ্গলবার সকালে 234নং বুথ সুখাখোলা এলাকায় তাজা বোমা পড়ে থাকতে দেখেন এলাকাবাসীরা। খবর পেয়ে পটাশপুর থানার পুলিশ এসে বোমা উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে।
গোটা ঘটনায় তৃণমূলের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান বিজন বন্ধু বাগ। তাঁর দাবী, বিজেপি বাইরে থেকে লোক এনে এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা চালাচ্ছে। এই ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নয়।
অন্যদিকে বিজেপির স্থানীয় মন্ডল সভাপতি সত্যজিৎ নন্দ গোস্বামীর পাল্টা অভিযোগ, গতকাল রাতভর স্থানীয় গোপালপুর গ্রামে বোমাবাজি করেছে তৃণমূলের লোকেরা। তাঁর দাবী, রাজ্যে চপশিল্প চলছেনা, এখন শুধু বোমা শিল্প চলছে। তবে এলাকার মানুষ এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে বলেই দাবী জানিয়েছেন তিনি।
No comments