নিউজবাংলা ডেস্ক, পূর্ব মেদিনীপুর :ভারতীয় জনতা কিষাণ মোর্চা’র ব্যানারে আজ বেলা ১টার পর মেচেদায় বিশাল মাপের জনসভা করার লক্ষ্যে এগোচ্ছে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার নেতৃত্বরা। আদতে এই সভা কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের সমর্থনে হলেও বর…
নিউজবাংলা ডেস্ক, পূর্ব মেদিনীপুর : ভারতীয় জনতা কিষাণ মোর্চা’র ব্যানারে আজ বেলা ১টার পর মেচেদায় বিশাল মাপের জনসভা করার লক্ষ্যে এগোচ্ছে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার নেতৃত্বরা। আদতে এই সভা কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের সমর্থনে হলেও বর্তমান পরিস্থিতিতে এটি হতে চলেছে বিজেপির রাজনৈতিক সভা।
কারন, আজকের মঞ্চে উঠেই বিজেপিতে যোগ দিতে চলেছেন তৃণমূলের জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সিরাজ খান। বিজেপির জেলা নেতৃত্বদের দাবী, এখানে আরও অনেকেই দল বদলে বিজেপিতে যোগ দিতে আসবেন। তবে তারা কে বা কোন দলের সে বিষয়ে কোনও স্পষ্ট মন্তব্য পাওয়া যায়নি।
এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়, কেন্দ্রীয় সম্পাদক অরবিন্দ মেনন, বীজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কিশান মোর্চার রাজ্য সভাপতি মহাদেব সরকার, রাজ্য যুব সভাপতি সৌমিত্র খাঁ সহ ভারতী ঘোষ ও অন্যান্য নেতৃত্বরা।
এই সভা সফল করতে ব্যাপক আকারে চলেছে প্রস্তুতির কাজ। বিজেপি নেতৃত্বের দাবী, কয়েক হাজার মানুষের সমাগম হবে এই জনসভায়। মঞ্চ থেকে তৃণমূল থেকে আসা কয়েকজন হেভিওয়েট নেতার যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান বিজেপি নেতৃত্বরা।
#newzbangla
#BengaliNews #BharatiyaJanataParty #BharatiyaKishanMorcha #PurbaMedinipur #নিউজবাংলা #Newsbangla #BengalUpdate #KolkataNewsUpdate
No comments