চন্দন বারিক, নিউজবাংলা ডেস্ক : আজ পূর্ণিমা। সেই সঙ্গে প্রকৃতিও বিরূপ। এই পরিস্থিতিতে পুনরায় ফুলে ফেঁপে উঠতে পারে দিঘার সমূদ্র। সেই আশঙ্কা থেকেই আজ বুধবার ২রা সেপ্টেম্বর থেকে আগামী ৬ সেপ্টেম্বর রবিবার পর্যন্ত সমূদ্রে জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে।
এই সময়ে সমূদ্রে স্নান করতে নামা বা সমূদ্রের ধারে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই মর্মে সকাল থেকেই দিঘা কোস্টাল থানার তরফ থেকে শুরু হয়েছে মাইক প্রচার।
প্রসঙ্গতঃ গত অমাবস্যার কোটালে দিঘা সমূদ্রের ভয়ানক রূপ দেখেছেন এলাকাবাসীরা। দীর্ঘ দিনের রেকর্ড ভেঙে সমূদ্রের জলে ডুবে গিয়েছিল সৈকত সরণী। দিঘার আশেপাশের বহু গ্রাম প্লাবিত হয়ে যায়।
সেই সঙ্গে ব্যাপক ক্ষতি হয় সৈকতের ধারে তৈরি কংক্রিটের বাঁধানো রাস্তা। তবে সময় মতো প্রশাসন তৎপর থাকায় কোনও প্রাণ হানির ঘটনা ঘটেনি। এবারও তাই কোনও রকম রিস্ক নিতে চাইছে না প্রশাসন।
#NewzBangla #BengaliNews #DighaNews #NewsUpdate #নিউজবাংলা #LatestUpdate #IndiaNews
No comments