নিউজ বাংলা ডেস্ক : আবারও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। আগামী রবিবার থেকে প্রায় গোটা রাজ্যেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে খবর। তবে তার আগে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে বলেও আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।
প্রথমে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার পর মৌসুমি অক্ষরেখা ক্রমে উত্তরে সরে যাবে। এর প্রভাবে উত্তরবঙ্গ সহ পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাত চলবে বলে অনুমান করা হচ্ছে।
এই বৃষ্টিপাতের জেরে উত্তরের নদীগুলির জলস্তর সপ্তাহের শুরু থেকেই জলস্তর বাড়ার সম্ভাবনা রয়েছে। কারন, রবিবার থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালিম্পং সহ দার্জিলিং-এ। শনিবার হালকা থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং-এ। তবে আলিপুরদুয়ার পর্যন্ত একাধিক এলাকায় হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির ওপর ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেই সঙ্গে মৌসুমি অক্ষরেখাও নীচের দিকে নেমে এসেছে। এর জেরে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়েছে। যা রবিবার থেকে বাড়বে বলে মনে করা হচ্ছে।
#NewzBangla #BengaliNews #WeatherReport #NewsUpdate #নিউজবাংলা #LatestUpdate #KolkataNews
No comments