নিউজ বাংলা, কলকাতা : রাতে কথা হয়েছিল বাড়ির লোকের সাথে। পরিবারের সকলের সাথে খোশ মেজাজে কথাবার্তা সেরেই ঘুমোতে গিয়েছিলেন যুবক। এদিন সকালে তার রক্তাক্ত মৃতদেহ দেখতে পায় পরিবার।
ঘটনায় যুবককে হত্যা করা হয়েছে বলে পরিবার সূত্রে জানানো হয়েছে। তদন্তে নেমেছে লালবাজারের হোমিসাইড শাখার গোয়েন্দারা।
তোপসিয়ার যুবক অভিজিৎ রজক(৩০)। স্থানীয় একটি দোকানে কর্মচারীর কাজ করতেন। সোমবার রাতে পরিবারের সাথে সবকিছুই স্বাভাবিক ছিল। কোনো আশঙ্কা বা চিন্তিত সেরকম কোনো হাবভাব প্রকাশ পায়নি যুবকের কথাবার্তাতে এমনটাই পরিবারের দাবী।
কিন্তু পরদিন সকাল অর্থাৎ মঙ্গলবার সকালে ওই যুবকের রক্তাক্ত দেহ বাড়ির ভেতরে দেখতে পেলেন পরিবার। তাদের বক্তব্য অনুযায়ী, সকালে মেন গেটে তালাভাঙা, দরজা খোলা আর বাড়ির দুটি সাইকেল না দেখতে পেয়ে অভিজিৎ এর রুমে ছুটে গেলে বিষয়টি নজরে আসে।
খবর পেয়ে তদন্তে নামে লালবাজার হোমিসাইড শাখার গোয়েন্দারা। কিন্তু শুধু সাইকেল চুরি করতে কেন খুন করা হল যুবককে, সেই নিয়ে প্রশ্ন উঠছে। তবে কি অভিজিৎ এর সাথে কারোর ব্যক্তিগত শত্রুতা ছিল! সেই থেকেই এই ঘটনা? দেহটি উদ্ধার করেছে তোপসিয়া থানার পুলিশ। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
No comments