পার্থ খাঁড়া, নিউজবাংলা ডেস্ক : অনেক সময়ই শোনা যায় বিস্ফোরণ ঘটেছে মোবাইলের ব্যাটারিতে। কিন্তু এমন কোনও ঘটনা সাধারণতঃ ক্যামেরায় রেকর্ড থাকে না। তাই অনেকেই হয়তো ঘটনাটিকে বিশ্বাস করেন। আবার অনেকেই তা করেন না।তবে সম্প্রতি এমনই এক চমকপ…
পার্থ খাঁড়া, নিউজবাংলা ডেস্ক : অনেক সময়ই শোনা যায় বিস্ফোরণ ঘটেছে মোবাইলের ব্যাটারিতে। কিন্তু এমন কোনও ঘটনা সাধারণতঃ ক্যামেরায় রেকর্ড থাকে না। তাই অনেকেই হয়তো ঘটনাটিকে বিশ্বাস করেন। আবার অনেকেই তা করেন না।
তবে সম্প্রতি এমনই এক চমকপ্রদ ঘটনা বন্দি হয়ে গিয়েছে সিসিটিভি ক্যামেরায়। ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার রাধামোহনপুর এলাকায়।
যেখানে একটি মোবাইল দোকানে এমন একটি ঘটনার ভিডিও ক্যামেরাবন্দি হয়েছে।
সূত্রের খবর, এই এলাকার মোবাইল সার্ভিসিং-এর দোকান মোবাইল গ্যালারির মালিক বিশ্বজিৎ আচার্য সম্প্রতি এক গ্রাহকের মোবাইল খোলার চেষ্টা চালাচ্ছিলেন।
সেই সময় আচমকাই ব্যাটারি থেকে ধোঁয়া বেরতে দেখে তিনি ফোনটিকে কিছুটা দূরে ছুঁড়ে দেন।
আর তার পরেই ফোনের ব্যাটারিতে মারাত্মক ভাবে বিস্ফোরণ ঘটে যায়।
এ যাত্রায় অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান তিনি। এই ঘটনার পর বিশ্বজিৎবাবুর উক্তি, এমনটা হবে কোনওদিন ভাবতেই পারিনি। সামান্য আগে বিস্ফোরণ হলে দু'জনের চোখ হয়তো হারাতে হত। গোটা ঘটনায় হতবাক সকলেই।
No comments