পার্থ খাঁড়া, নিউজবাংলা ডেস্ক (পঃমেদিনীপুর) : বেশ কিছুদিন ধরেই অজানা এক পতঙ্গের আক্রমণে নাভিশ্বাস উঠেছে সব্জি ও ফল চাষীদের মধ্যে। ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুর সদর ব্লকের খড়িকাশুলি গ্রাম।
যেখানে গত কয়েকদিন ধরে অজানা এক পতঙ্গের আবির্ভাব হয়েছে। যারা বাসা বাঁধছে আম, জাম, শাল প্রভৃতি গাছে। আর নিমেষের মধ্যে গাছগুলির পাতা খেয়ে শেষ করে দিচ্ছে পতঙ্গগুলি।
এই ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা খবর দিয়েছিলেন জেলার কৃষি দপ্তরে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে এলেন জেলার কৃষি কর্মাধ্যক্ষ রমাপ্রসাদ গিরি। গ্রামবাসীদের অভিযোগ খতিয়ে দেখেন তিনি।
তিনি জানান, শুঁয়োপোকা'র মত দেখতে এই পতঙ্গ গাছগুলিতে হানা দিয়েছে। যারা খুব দ্রুত গাছের পাতাগুলি খেয়ে ফেলছে। এরা চাষবাসেরও ক্ষতি করতে পারে বলে আশংকা করা হচ্ছে। তাই দ্রুত উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
#NewzBangla #BengaliNews #UnknownInsectsAttack #NewsUpdate #নিউজবাংলা #LatestUpdate #IndiaNews #PaschimMedinipur #NatureNews
No comments