পার্থ খাঁড়া, নিউজবাংলা ডেস্ক : বেশ কিছুদিন চুপচাপ থাকলেও তলে তলে জঙ্গলমহলে আবারও নিজেদের প্রভাব বাড়াতে তৎপরতা শুরু করেছে মাওবাদীরা। স্বাধীনতা দিবসের দিন শনিবার সকালে ঝাড়গ্রামের বেলপাহাড়ি থানার ভুলাভেদা বাজার এবং দোমোহানি বাসস্ট্যান্ডের আশেপাশে প্রায় গোটা ২৫ মাওবাদী পোষ্টার উদ্ধারের পর এই জল্পনাই শুরু হয়েছে এলাকাবাসীদের মধ্যে।
জানা গেছে, আজ সকালে কালা দিবস পালনের ডাক দেওয়ার পাশাপাশি এলাকার কয়েকজনের নামে হুমকি দিয়ে পোষ্টার সাঁটা হয়েছে। সাদা কাগজে লাল কালিতে লেখা পোষ্টারগুলির তলায় সিপিআই মাওবাদী লেখা রয়েছে।
এই পোষ্টারের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় বেলপাহাড়ি থানার বাঁশপাহাড়ি আউটপোষ্টের পুলিশ অফিসার ও কর্মীরা। তাঁরা ঘটনাস্থল থেকে পোষ্টারগুলিকে তুলে নিয়ে আসে। কে বা কারা এগুলো রাতের অন্ধকারে এলাকায় সেঁটে দিয়ে গিয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
তবে এলাকায় মাওবাদীদের গতিবিধির বিষয়ে পুলিশের তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।#newzbangla #BengaliNews #JhargramNews #India #নিউজবাংলা #Newsbangla #BengalUpdate
No comments