নিউজবাংলা ডেস্ক, রাজকুমার আচার্য (পূর্ব মেদিনীপুর ) : নন্দীগ্রামে তৃণমূল ও সিপিএম ছেড়ে ৫০টি পরিবার বিজেপিতে যোগদান করল সোমবার। একুশের ভোট যতই এগিয়ে আসবে এভাবে হাজার হাজার মানুষ বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগদান করবে বলে নন্দীগ্রামের বিজেপি কার্যকর্তাদের দাবি।
পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বয়াল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বলরামপুর গ্রামের ১৪ ও ২১ নম্বর বুথে বিজেপির একটি কার্যালয়ের সোমবার উদ্বোধন হয়। কার্যালয়ের উদ্বোধন করেন বিজেপির তমলুক জেলা সাংগঠনিক সহ-সভাপতি প্রলয় পাল।
ওই উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার ৫০টি পরিবার তৃণমূল ও সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান করেন। তাঁদের প্রত্যকের হাতে বিজেপির পতাকা তুলে দেন প্রলয়বাবু। তমলুক জেলা সাংগঠনিক সহ-সভাপতি প্রলয় পাল বলেন, "যতই বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে ততই বিজেপি দল আরো শক্তিশালী হচ্ছে।
মানুষ বুঝে গেছেন একুশের নির্বাচনে পশ্চিমবঙ্গ দখল নেবে বিজেপি। তাই তৃণমূল শিবিরে ভাঙন অব্যাহত থাকবে। বিজেপি আরো সংগঠন শক্তিশালী করতে নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় একাধিক কার্যালয় তৈরি করবে।"
বিজেপিতে যোগদান করা শ্রীকান্ত জানা, শেখ জবেদরা বলেন,"
শাসকদলের অত্যাচার, আমফান দুর্নীতিসহ বিভিন্ন বিষয় সহ্য করতে না পেরেই বিজেপিতে যোগদান
করেছি। আগামী দিনে বিজেপি দলের হয়ে কাজ করতে চাই।"
#newzbangla #BengaliNews #PurbaMedinipurNews #নিউজবাংলা #Newsbangla #BengalUpdate #NandigramNews #BharatiyaJanataParty #TrinamoolCongress
No comments