নিউজবাংলা ডেস্ক : গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার টানা দু'দিন লকডাউন জারি রয়েছে রাজ্যে। করোনা সংক্রমণ রুখতে গোটা আগষ্ট মাস ধরেই মাঝেমধ্যে লকডাউন জারি হচ্ছে। কিন্তু তাতেও করোনা সংক্রমণে রাশ টানা যাচ্ছে কোথায়?
রাজ্যের স্বাস্থ্য দফতরের সদ্য প্রকাশিত শুক্রবারের রিপোর্ট জানাচ্ছে, গত ২৪ ঘন্টায় এই রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩২৪৫ জন। যার জেরে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ৩২ হাজার ৩৬৪ জন।
করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৬৮৯ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টাতেই রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৫৫ জনের। তবে সুস্থতার হারও এই রাজ্যে যথেষ্টই ভালো। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা মুক্ত হয়েছেন ৩,০৮২ জন। এরফলে রাজ্যে মোট সুস্থ হয়েছেন ১,০১,৮৭১ (৭৬.৯৬%)। এই মুহূর্তে চিকিৎসাধীন ২৭,৮০৪ জন।
প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ২,২৯,২০,০৪৮ জন। মৃত্যু হয়েছে ৭,৯৮,৩৪ জন এবং সুস্থ হয়েছেন ১,৫৫,৬৯,৭৭৩ জন। এর মধ্যে ভারতেই করোনা আক্রান্ত ২৯,২৫,৩৩৭ জন, মৃত্যু হয়েছে ৫৫,১৭৪ জনের এবং সুস্থ হয়েছেন ২১,৭৫,৪৯২ জন।
#newzbangla #BengaliNews #FightAgainstCovid19 #নিউজবাংলা #Newsbangla #BengalUpdate #Covid19
No comments