নিউজবাংলা ডেস্ক : করোনা আবহে NEET-JEE পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি সম্প্রতি খারিজ করেছে সুপ্রিম কোর্ট। গতকালই আদালত জানিয়ে দেয়, করোনা আতংকে জীবন থেমে থাকতে পারে না। ছাত্রছাত্রীরা সকলেই কি আরও একবছর নষ্ট করতে প্রস্তুত হবে ? তাই নির্ধারিত দিনেই এই দুটি গুরুত্বপূর্ণ পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।
এরপরেই প্রত্যাশিত ভাবে কেন্দ্রের তরফেও NEET-JEE পরীক্ষা নেওয়ার বিষয়ে কোনও বাধা নেই বলেই জানিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রের শিক্ষাসচিব অমিত খারে সুপ্রিম কোর্টের স্পষ্ট রায় হাতে পাওয়ার পর পরীক্ষা পিছিয়ে দেওয়া সম্ভব নয় বলেই জানিয়ে দিয়েছেন তিনি।
এরফলে নির্ধারিত ১৩ সেপ্টেম্বর NEET এবং ১ থেকে ৬ সেপ্টেম্বরের মধ্যে JEE পরীক্ষা নেওয়ার পথ প্রসস্ত হয়েছে। ইতিমধ্যে National Testing Agency (NTA) এর তরফেও অফিসিয়াল সোশ্যাল অ্যাকাউন্টে জানিয়ে সর্বভারতীয় মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা পিছিয়ে দেওয়া সম্ভব নয়।
প্রসঙ্গতঃ ভারতে করোনা সংক্রমণের ক্রমাগত বাড়বাড়ন্ত দেখেই দেশজুড়ে স্কুল কলেজ বন্ধ রাখা হয়েছে। আগামী দিনে কবে পঠনপাঠন স্বাভাবিক হবে সে বিষয়ে কোনও স্পষ্ট ধারণা দিতে পারছেন না কেউই। সামাজিক দূরত্ব মেনে সতর্ক ভাবে চলাফেরা করতে হচ্ছে সাধারণ মানুষকে।
বহুক্ষেত্রেই গাড়ি চলাচল প্রায় অনিয়মিত। বন্ধ রয়েছে ট্রেন চলাচল। এমন পরিস্থিতিতে এতবড় সর্বভারতীয় পরীক্ষা নিলে ছাত্রছাত্রীদের যে চূড়ান্ত সমস্যা মাথায় নিয়েই পরীক্ষাকেন্দ্রে যেতে হবে তা আর কহতব্য নয়। তবে করোনা প্রতিরোধে সব রকম সুরক্ষা ব্যবস্থা রেখেই পরীক্ষা নেওয়া হবে বলেই NTA সূত্রে দাবী করা হয়েছে।
#newzbangla #BengaliNews #NationalEligibilityEntranceTest #নিউজবাংলা #Newsbangla #BengalUpdate #JointEntranceExamination #NEETJEE #NTA
No comments