নিউজবাংলা (কাজলপুরা, মহারাষ্ট্র) : সোমবার সন্ধ্যে ৭টা নাগাদ আচমকাই ভেঙে পড়ল একটি পাঁচতলা আবাসন। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের রায়গড়ে এলাকার কাজলপুরায়।এর জেরে বিল্ডিংয়ের নীচে কমপক্ষে ২০০ জন আবাসিক আটকে রয়েছে বলে আশংকা স্থানীয়দের।
সূত্রের খবর, লাগাতার বৃষ্টিতে চূড়ান্ত বিপর্যস্ত মহারাষ্ট্র। এই বৃষ্টিপাতের জেরেই বহুতলটির ভিত নড়বড়ে হয়ে গিয়েছিল বলে আশংকা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এই ভেঙে পড়া বিল্ডিংটিতে প্রায় ৪৫টি ফ্ল্যাট ছিল বলে জানা গেছে।
এদিন দিনের আলো নিভে আসার কিছু আগেই বিকট শব্দে বাড়িটি পুরোপুরি ভেঙে পড়ে। স্থানীয়দের চেষ্টায় প্রায় জনা ১৫কে উদ্ধার করা গিয়েছে জখম অবস্থায়। ১০০-১৫০ জন এখনও আটকে রয়েছেন ধ্বংসস্তূপের নীচে এমনটাই আশংকা করছেন স্থানীয়রা!
মৃত্যুর খবর না মিললেও, আশঙ্কা ক্রমেই বাড়ছে। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল ও দমকল কর্মীরা। স্থানীয় বাসিন্দারাও হাত লাগিয়েছেন উদ্ধার কাজে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধে সাতটা নাগাদ বহুতলটি বিকট শব্দে ভেঙে পড়ে, গোটা এলাকা ধুলোয় ঢেকে যায়। ওই আবাসনেরর বাসিন্দাদের তীব্র আর্তনাদে কেঁপে ওঠে গোটা এলাকা।
#newzbangla #BengaliNews #MaharashtraNews #নিউজবাংলা #Newsbangla #BengalUpdate #BuildingCollapse
No comments