নিউজবাংলা ডেস্ক, পূর্বমেদিনীপুর : রবিবার বেলার দিকে পূর্ব মেদিনীপুরের মন্দারমণি কোষ্টাল থানার রামনগর ২নং ব্লকের কালিন্দী গ্রামে মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল এলাকাবাসীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বেলার দিকে কালিন্দী গ্রামের …
নিউজবাংলা ডেস্ক, পূর্বমেদিনীপুর : রবিবার বেলার দিকে পূর্ব মেদিনীপুরের মন্দারমণি কোষ্টাল থানার রামনগর ২নং ব্লকের কালিন্দী গ্রামে মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল এলাকাবাসীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বেলার দিকে কালিন্দী গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ মন্ডলের স্ত্রী তাঁর বাড়ির পাশের পুকুরে কাপড় কাচতে গিয়েই চক্ষু চড়কগাছ হয়ে যায়। তিনি দেখেন, পুকুরের জলে ভাসছে তাঁরই বছর দেড়েকের শিশু বিক্রমজিৎ।
ঘটনাটি দেখেই জলে ঝাঁপিয়ে পড়েন তিনি। অচৈতন্য অবস্থায় ছেলেকে উদ্ধার করে তাঁরা ছুটে যান স্থানীয় বালিসাই হাসপাতালে। সেখানে চিকিৎসকরা জানিয়ে দেন, শিশুটি আর বেঁচে নেই।
কিন্তু আশা ছাড়তে পারেননি তাঁরা। নিথর শিশুকে নিয়ে তাঁরা ছুটে যান দিঘা স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে দেখা যায় ছেলেটির শরীরে তখনও কিছুটা প্রাণ রয়েছে। তৎক্ষণাৎ সেখানে শিশুটিকে অক্সিজেন দেওয়া হয়।
বেশ কিছু সময় অক্সিজেন দেওয়ার পর দিঘা স্টেট জেনারেল হাসপাতালের চিকিৎসকরা জানিয়ে দেন, শিশুটির মৃত্যু হয়েছে। এরপরেই কান্নায় ভেঙে পড়েন শিশুটির পরিবার। তাঁদের আক্ষেপ, সময় মতো বালিসাই হাসপাতালে চিকিৎসা হলে শিশুটিকে হয়তো বাঁচানো যেত।
#newzbangla
#PurbaMedinipurNews #নিউজবাংলা #newsbangla #BengaliNews
No comments