নিউজবাংলা ডেস্ক, পূর্ব মেদিনীপুর : রাতের অন্ধকারে আচমকাই ভয়াবহ আগুনে ভস্মীভুত হয়ে গেল পূর্ব মেদিনীপুরের কাঁথির পেটুয়া মৎস্য বন্দরে দাঁড়িয়ে থাকা দুটি ট্রলার। এছাড়াও পাশে থাকা আরও একটি ট্রলার আগুনে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।
খবর পেয়ে স্থানীয় পুলিশ ও দমকল ছুটে এসে আগুন নেভাতে সাহায্য করে। স্থানীয়রাও যথাসাধ্য চেষ্টা করেন আগুন নেভানোর জন্য। তৃতীয় ট্রলারটির আগুন নেভানো সম্ভব হলেও দুটি ট্রলার সম্পূর্ণ ভস্মীভুত হয়ে গিয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন রাতের দিকে পেটুয়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রলার থেকে আচমকাই ধোঁয়া বেরতে দেখেন মৎস্যজীবিরা। তাঁরা তৎক্ষণাৎ আগুন নেভাতে চেষ্টা চালালেও ততক্ষণে তা ব্যাপক ছড়িয়ে পড়ে।
পাশাপাশি থাকা একের পর এক ট্রলারে আগুন ছড়িয়ে পড়তে থাকে। স্থানীয়রা জল ছিটিয়ে নেভানোর চেষ্টা চালালেও তা ধোপে টেকেনি। পরে পুলিশ ও দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
#newzbangla
#BengaliNews #Petuaghat
#নিউজবাংলা #newsbangla #PurbaMedinipur #FishingTroller
No comments