নিউজবাংলা ডেস্ক : গত বিশ্বকাপের শেষ ম্যাচে ভারতীয় দলের বিপর্যয়ের জন্য যাকে সব থেকে বেশী দায়ী করা হয়েছিল তিনি মহেন্দ্র সিং ধোনী। দেশ জুড়ে ক্রিকেট প্রেমীদের তির্যক মন্তব্যেও টুঁ শব্দটি করতে শোনা যায়নি তাঁকে।
তখন থেকেই জল্পনা শুরু হয়েছিল, এবার কি আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চকে বিদায় জানাবেন মাহি? সেই প্রশ্নেরও কোনও উত্তর পাওয়া যায়নি এতদিন পর্যন্ত। উল্টে সেনা বাহিনীর কাজে মনোনিবেশ করেছিলেন তিনি। অবশেষে নিজের নিরবতা ভাঙলেন ৭৪ তম স্বাধীনতা দিবসের দিন।
সোশ্যাল মিডিয়ায় ছোট্ট একটি ভিডিওয় নিজের পুরানো কিছু সময়ের ছবি তুলে ধরেছেন মাহি। সঙ্গে জুড়েছেন বিখ্যাত একটি গান, "ম্যায় পল দো পল কা সায়র হু"। সঙ্গে ছোট্ট একটি লাইন "Thanks a lot for ur love and support throughout.from 1929 hrs consider me as Retired"।
ইতিমধ্যে তাঁর এই ঘোষণাটি দেখে ফেলেছেন প্রায় ৩৫ লক্ষেরও বেশী মানুষ। মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। কেউ তাঁকে কুর্নিস জানিয়েছেন দেশের জন্য ক্রিকেটে তাঁর অসামান্য অবদানের জন্য। কেউ আবার তাঁর এই অবসরের ঘোষণায় চূড়ান্ত হতাস হয়েছেন।
#newzbangla
#BengaliNews #CricketNews #India #নিউজবাংলা #Newsbangla #BengalUpdate #MahendraSingDhoni #Mahi
No comments