নিউজ বাংলা, কলকাতা : করোনা আবহে রুদ্ধ হয়ে যায় লোকাল ট্রেনের চাকা। বন্ধ হয়ে যায় অগনিত মানুষের কোলাহল, হকারদের সেই চেনা আওয়াজ। গত বুধবার লোকাল ট্রেন চালানোর বিষয়ে মৌখিক অনুমতি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সেই খবরের পরেই তৎপর শিয়ালদহ ডিভিশন। শুক্রবার এই ডিভিশনে ট্রেন চলাচলের বিষয়ে বিভাগীয় আধিকারিকের সাথে কথা বলবেন শিয়ালদহ ডিভিশনের বিভাগীয় রেল আধিকারিকও এসপি সিং।
আজ এই বৈঠকের পরেই শিয়ালদহ শাখায় কবে গড়বে রেলের চাকা তা স্থির হবে। তবে সোশ্যাল ডিস্টেনসিং মেনে কিভাবে চলবে লোকাল ট্রেন তা নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে।
যদিও এই শাখায় প্রতিদিন প্রায় ৭৫০ টির মতো ট্রেন চলে। সেক্ষেত্রে বনগাঁ, সোনারপুর, বারুইপুর, হাসনাবাদ শাখায় ভিড় চোখে পড়ার মত। সেগুলি কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে সেই নিয়ে তৈরী হচ্ছে ব্লুপ্রিন্ট।
জানা গিয়েছে, সংক্রমণের কথা মাথায় রেখে নূন্যতম ২৫% লোকাল চালানো হতে পারে। অধিকাংশ লোকাল গ্যালোপিন করার ভাবনা।সুরক্ষার দায়িত্বে আরপিএফ কর্মীদের স্টেশনে বা ট্রেনে নজরদারি চালাতে হবে।
বিশেষ করে জংশন স্টেশনগুলিতে নজরকাড়া ভিড় রুখতে স্থানীয় পুলিশের সহায়তা প্রয়োজন। প্রতিটি স্টেশনে থার্মাল স্ক্যানার, স্যানিটাইজার টানেল বসানোর ভাবনা রয়েছে।
এছাড়াও বহুদিন ধরে লোকাল ট্রেন বন্ধ থাকায় সেগুলির যান্ত্রিক অবস্থা, সিগন্যালিং সিস্টেম কোন অবস্থায় রয়েছে সেগুলি দ্রুত পর্যবেক্ষণ করা জরুরী বলে মনে করছেন আধিকারিকরা। স্টেশনে শুধুমাত্র যাত্রী ছাড়া অনধিকার প্রবেশ আটকানোর সাথে সাথে এখনই ট্রেনে হকারদের প্রবেশ আটকানো হতে পারে বলে খবর।
#NewzBangla #BengaliNews #RailNews #NewsUpdate #নিউজবাংলা #LatestUpdate
No comments