নিউজবাংলা ডেস্ক : গত কয়েক মাস ধরে নিরন্তর কাজ করে চলেছেন তিনি। একে একে বহু করোনা রোগীকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন এই করোনা যোদ্ধা। কিন্তু নিজেকে তিনি এই মারণ ভাইরাসের অবশেষে মারণ ভাইরাসের কাছে আত্মসমর্পণ করলেন কাশ্মীরের প্রাণোচ্ছ্বল চিকিৎসক মহম্মদ আশরাফ মীর।
কাশ্মীর ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে চিকিৎসা চলাকালীন রবিবারই মৃত্যু হয়েছে তাঁর। এমন এক চিকিৎসকের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা কাশ্মীর। মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াই চালাতে চালাতেই শেষ পর্যন্ত করোনার কাছে হার মানলেন তিনি।
সূত্রের খবর, এখন পর্যন্ত গোটা দেশে করোনা চিকিৎসা করতে গিয়েই প্রাণ হারিয়েছেন প্রায় ১৯৬ জন চিকিৎসক। এই ঘটনায় চূড়ান্ত উদ্বেগ প্রকাশ করেছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশান। চিকিৎসকদের দিকে নজর দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে সংগঠনটি।
গোটা
দেশের পাশাপাশি ভূস্বর্গ কাশ্মীরেও করোনা প্রকোপ দিন দিন বেড়ে চলেছে। ইতিমধ্যে এই
রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৪৬০ জন। আক্রান্ত প্রায় ২৪ হাজার ৩৯০।
তারই মাঝে এমন এক করোনা যোদ্ধাকে হারিয়ে শোকস্তব্ধ সাধারণ মানুষ।
#newzbangla
#BengaliNews #FightAgainstCovid19
#নিউজবাংলা #newsbangla #BengalUpdate #Covid19 #Kashmir
No comments