নিউজ বাংলা ডেস্ক : আনলক ৩ পর্যায়েও দেশের বিভিন্ন প্রান্তে করোনার দাপট।দাপট রুখতে রাজ্যের পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের কড়াবার্তা মাস্ক ব্যবহার মাস্ট। দেশে গত পাঁচদিনে করোনা সংক্রমণ পৌঁছেছে আড়াই লাখে। এ পর্যন্ত মোট করোনা আ…
নিউজ বাংলা ডেস্ক : আনলক ৩ পর্যায়েও দেশের বিভিন্ন প্রান্তে করোনার দাপট। দাপট রুখতে রাজ্যের পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের কড়াবার্তা মাস্ক ব্যবহার মাস্ট। দেশে গত পাঁচদিনে করোনা সংক্রমণ পৌঁছেছে আড়াই লাখে। এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৭,৫০,৭২৩।
উল্লেখ্য গত চব্বিশ ঘন্টায় কমেছে আক্রান্তের সংখ্যা। দেশে গত দুদিনের তুলনায় চব্বিশ ঘন্টায় মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৪,৭৩৫ জন। চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫১,২৫৫ জন। মোট সুস্থতার সংখ্যা ১১,৪৫,৬২৮। চব্বিশ ঘন্টায় মৃত্যু হয়েছে ৮৫৩ জনের। মোট মৃত্যুর সংখ্যা ৩৭,৩৬৪ জনের।
এপর্যন্ত দেশে মোট সুস্থতার হার ৬৫.৪% যা উল্লেখযোগ্য ভেবেই আশার আলো দেখাচ্ছে করোনা লড়াইতে। অন্যদিকে মৃত্যুর হার দাঁড়িয়ে ২.১% তে।
ইতিমধ্যেই রাজ্য স্বাস্থ্য কমিশন থেকে পিপিই, মাস্ক এবং স্যানিটাইজারের দাম নিয়ে নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকাতে বলা হয়েছে, চিকিৎসাধীন রোগীর থেকে ১০০০ টাকার বেশি দাম নেওয়া যাবেনা। সেইসাথে আউটডোরে আসা রোগীদের ক্ষেত্রে ৫০ টাকার বেশি এই জিনিসপত্রে দাম নেওয়া চলবে না।
#newzbangla
#BengaliNews #CrimeNews #নিউজবাংলা #newsbangla #KolkataNews
No comments