নিউজ বাংলা, কলকাতা : করোনার হানা প্রথম নীল সাদা প্রশাসনিক ভবনেই মার্চ মাসে ঘুরে এসেছিলো। তারপরে একাধিকবার নানা কারণে তার নবান্ন দফতরে উপস্থিতি ধরা পড়েছে।
সেই সংক্রমণ এড়াতে এবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর দফতরের ঠিকানা পাল্টে উপান্নতে চলে যাচ্ছে এমনটাই সূত্রের খবর। চলতি মাসের শেষেই উপান্ন ভবন থেকে প্রশাসনিক কাজ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই জানানো হয়েছে।
দশ বছরে এই প্রথমবার গঙ্গার পাড়ে নবান্ন থেকে সরছে মুখ্যমন্ত্রীর দফতর। অবশ্য সবটাই করোনার কারণে। নবান্ন ভবনের ঠিক পাশেই তৈরী হয়েছে উপান্ন ভবন। জানা গিয়েছে নবান্নের ১৪ তলা থেকে সেটি উপান্নতে সরছে।
উল্লেখ্য, এই উপান্ন ভবন মুখ্যমন্ত্রী দফতরের গ্রিভান্স সেল তৈরির কথা ছিল। কিন্তু আমলা থেকে চালক কাউকেই রেয়াত করেনি করোনা তাই এবার সেই বিষয়টি নজরে রেখেই এই সিদ্ধান্ত।
যদিও এই বিষয়টিতে থাকছে আরও সতর্কতা। মুখ্যমন্ত্রীর অনুমতি না মিললে কেউ ঢুকতে পারবে না উপান্ন ভবনে। চলতি মাসের শেষ বা সেপ্টেম্বরের শুরুতেই উপান্নতে বসে প্রশাসনিক কাজ শুরু করবেন মুখ্যমন্ত্রী এমনটাই খবর।
#newzbangla
#BengaliNews #FightAgainstCovid19
#নিউজবাংলা #newsbangla #Upanna #Nabanna #MamataBanerjee
No comments