নিউজবাংলা ডেস্ক : প্রতিরক্ষা ক্ষেত্রে এবার আত্মনির্ভর ভারত গড়ার ডাক দিলেন রাজনাথ সিং। বিদেশ থেকে অস্ত্র আমদানী না করে তা দেশেই তৈরির নির্দেশ জারি হয়েছে বলে জানিয়েছেন তিনি।
সাংবাদিক সম্মেনলে এসে তিনি সাফ জানিয়ে দেন, ইতিমধ্যে ১০১টি অস্ত্রের একটি তালিকা তৈরি করা হয়েছে। এই অস্ত্রগুলির আমদানীতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই প্রতিরক্ষা সরঞ্জামগুলি এবার প্রস্তুত হবে ভারতেই।
যার মধ্যে রয়েছে আর্টিলারি গান। যে সমস্ত সরঞ্জামের তালিকা তৈরি করেছে ভারত সেগুলি বিদেশ থেকে আমদানী পুরোপুরি বন্ধ থাকবে। এরফলে প্রস্তুতকারক ভারতীয় সংস্থাগুলি সুবিধে পাবে বলেও জানিয়েছেন তিনি।
Taking cue from that evocation, the Ministry of Defence has prepared a list of 101 items for which there would be an embargo on the import beyond the timeline indicated against them. This is a big step towards self-reliance in defence. #AtmanirbharBharat
— Rajnath Singh (@rajnathsingh) August 9, 2020
তাঁর মতে, দেশীয় প্রযুক্তিতেই জোর দিতে হবে। যদিও কেন্দ্রের এই সিদ্ধান্ত কতটা সঠিক তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল মন্ত্রী সৌগত রায়ের দাবী, এত তাড়াতাড়ি কিভাবে ভারতে পরিকাঠামো তৈরি হবে তা পরিষ্কার নয়।
তাঁর মতে, এর জন্য সরকারী প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির কারখানা (অর্ডিন্যান্স ফ্যাক্টরি) গুলোকে আরও শক্তিশালী করতে হবে। এক্ষেত্রে সেখানে বিদেশী বিনিয়োগের সীমা থাকতে হবে। অথচ বলছে বিদেশী বিনিয়োগ করা যাবে।
#newzbangla
#BengaliNews #RajnathSingh
#নিউজবাংলা #newsbangla #BengalUpdate #DefenceMinister
No comments