নিউজ বাংলা, রায়গঞ্জ : ৭৪ তম স্বাধীনতা দিবসে দেশের মধ্যে সবচেয়ে বেশী উঁচুতে উড়ল তেরঙ্গা। এই রাজ্যের উত্তরবঙ্গের রায়গঞ্জ এলাকার ঘড়িমোড়ে ১০৫ ফুট উচ্চতায় পতাকা উত্তোলন করা হল এদিন।
রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস ও ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানে ঘড়িমোড় এলাকায় আয়োজিত অনুষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রেখে শামিল হয়েছিলেন রায়গঞ্জের মানুষেরা।
দেশের মধ্যে এক নতুন নজির নিজের চোখে দেখতে সকাল থেকে অগণিত মানুষের ভিড় ছিল। ২০/৩০ ফুট আকারের এই পতাকা সারাবছর রায়গঞ্জের আকাশে উড়বে। বিশেষ আলোকসজ্জায় রাতের বেলায় আলোকিত হবে এই তেরঙ্গা।
এদিন সকাল নয়টার পরেই এই পতাকা উত্তোলন অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মানুষজন সহ সমাজসেবীরা। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলেন রায়গঞ্জবাসীরা।
#newzbangla
#BengaliNews #IndependenceDay #India #নিউজবাংলা #Newsbangla #BengalUpdate #BiggestNationalFlag
No comments