নিউজ বাংলা, কলকাতা : আসন্ন বিধানসভাকে লক্ষ্য করেই রাজনৈতিক দলগুলি প্রস্তুতি শুরু করেছে। একুশের ভোটকে পাখির চোখ করে সাংগঠনিক স্তরে বিশ্লেষণ শুরু গেরুয়া শিবিরের।
বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কাছ থেকে রাজ্যে ২৯৪ টি বিধানসভা আসনের মধ্যে ২০০ টিতে জয়ের টার্গেট দেওয়া হয়েছে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। যদিও বঙ্গ বিজেপির দাবী লক্ষ্য ২৯৪।
টার্গেট পূরণের লক্ষ্যে দিল্লী থেকে ফিরেই রাজারহাটে নিজের বাড়িতে শুরু হয়েছে সাংগঠনিক স্তরের বৈঠক। সূত্রে খবর, প্রতিদিন চারটি করে জেলা ধরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার সাংগঠনিক বৈঠক হবে।
সেখানে দিলীপ ঘোষের সাথে দলের সাধারণ সম্পাদক ও রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, অরবিন্দ মেনন, শিবপ্রকাশ, রাহুল সিনহা সহ একাধিক সাংসদদের উপস্থিত থাকার কথা। দক্ষিণবঙ্গের ১৫০ টি আসনেই পর্যবেক্ষণ চালানো হবে বলে খবর। ৫ দিনের বৈঠক হবে ১৮, ১৯, ২১, ২৩ ও ২৫ অগাস্ট।
এর আগে দিল্লিতে ১৪৪ টি আসনে বৈঠক হয়েছে। দক্ষিণবঙ্গের অধিকাংশ বুথের কমিটি তৈরী রয়েছে। কিছু সাংগঠনিক পরিবর্তন ছাড়া দলের নতুন সদস্যপদ গ্রহণের কাজ চলছে বলেই দলীয় সূত্রে খবর।
#newzbangla #BengaliNews #AmitShah #নিউজবাংলা #Newsbangla #BengalUpdate
No comments