Lockdown Update : জয়ফুল রাইডে বেরিয়ে পুলিশের তাড়া খেয়ে উলঙ্গ হয়ে ছুটল অটোচালক ! - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

Lockdown Update : জয়ফুল রাইডে বেরিয়ে পুলিশের তাড়া খেয়ে উলঙ্গ হয়ে ছুটল অটোচালক !

 

নিউজ বাংলা, হাওড়া : ফের লকডাউনে শহর ঘুরে দেখার প্রবণতা। লকডাউনের গেরোয় ফেঁসে পুলিশের হাতে ধরা না দিতে চাওয়ায় উলঙ্গ অটোচালক। ঘটনায় হাওড়া ব্রীজ থেকে আটক করা হল ৪ জনকে। পুলিশি জিজ্ঞাসাবাদ চলছে বলে খবর।

গঙ্গায় স্নান করতে এসে অটোতে চড়ে লকডাউনে শহরের চিত্রটা দেখতে চেয়েছিলেন ৪ জন। তাই অটো সফর গামছা পরেই চালকের আসনে অটোচালক। সূত্রের খবর এদিন হাওড়া ব্রিজে অটোটিকে লক্ষ্য করেই নিয়মমাফিক আটকে বাইরে বেরোনোর কারণ জিজ্ঞেস করা হয়।

কিন্তু চালক যুক্তিপূর্ন কোনো উত্তর পুলিশকে দিতে পারেনি। পুলিশের ধরপাকড়ের ভয়েই গামছা খুলে উলঙ্গ হয়ে ব্রিজে দৌড় দেয় চালক। সেই অবস্থায় চালক সহ বাকিদের আটক করে নর্থ পোর্ট থানায় পুলিশ।

আপাতত ওই চারজনকে পুলিশি জিজ্ঞাসাবাদ চলছে থানায়। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, চারজনকেই মদ্যপ অবস্থায় পাওয়া গেছে। যদিও এই ব্যক্তিদের পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে পুলিশি জেরায় চারজনের মধ্যেই অসংগতি দেখা গিয়েছে।

#newzbangla #BengaliNews #KolkataNews #নিউজবাংলা #newsbangla #Lockdown #BengalLockdown

 

 

No comments