নিউজ বাংলা, নয়াদিল্লী: করোনায় আক্রান্ত হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আক্রান্তের খবর নিজেই এদিন টুইটারে জানান তিনি। আপাতত তিনি হাসপাতালে চিকিৎসকদের পরামর্শ মেনে ভর্তি রয়েছেন বলে জানিয়েছেন।করোনার উপসর্গ দেখা দেওয়ায় করো…
নিউজ বাংলা, নয়াদিল্লী : করোনায় আক্রান্ত হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আক্রান্তের খবর নিজেই এদিন টুইটারে জানান তিনি। আপাতত তিনি হাসপাতালে চিকিৎসকদের পরামর্শ মেনে ভর্তি রয়েছেন বলে জানিয়েছেন।
করোনার উপসর্গ দেখা দেওয়ায় করোনা পরীক্ষা করিয়েছিলেন তিনি। এদিন তার নমুনা রিপোর্টে করোনা পজিটিভ আসে। দিল্লিকে করোনামুক্ত করতে সামনে থেকেই লড়াই করছিলেন তিনি। সেই থেকে সংক্রমণের আশঙ্কা বলে মনে করা হচ্ছে।
সেইসাথে দিল্লিতে দলীয় বৈঠকে একাধিক নেতা নেত্রীদের থেকেও এই সংক্রমণ ছড়াতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী এদিন টুইটে জানান, তার সংস্পর্শে আসা প্রতিজন যেন নমুনা পরীক্ষা করেন এবং নিজের কোয়ারেন্টাইনে রাখেন। অমিত শাহের এই খবরে একাধিক নেতা নেত্রী দলীয় কর্মীরা দ্রুত আরোগ্য কামনা করে ট্যুইট করেছেন।
#newzbangla
#BengaliNews #CrimeNews #নিউজবাংলা #newsbangla #FightAgainstCovid19 #AmitShah
No comments