নিউজ বাংলা, নয়াদিল্লী : গত শুক্রবার করণা নেগেটিভ হয়ে বাড়ি ফিরেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ফের সোমবার বুকে ইনফেকশন নিয়ে দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসাধীন তিনি। চিকিৎসকদের পর্যবেক্ষণেই চব্বিশ ঘন্টা তাকে রাখা হবে বলে জানা গিয়েছে।
গুরুগ্রামের মেদান্ত হাসপাতাল থেকে গত শুক্রবারই করোনা নেগেটিভ হয়ে ছাড়া পান তিনি। অমিত শাহের সুস্থতার খবরে খুশির হাওয়া ছিল রাজনৈতিক মহলে। কিন্তু ফের তিনি বুকে ইনফেকশন নিয়ে দিল্লির এইমসে ভর্তি তা নিয়ে চিন্তিত রাজনৈতিক মহল।
সোমবার এক বেসরকারি হাসপাতালে সিটি স্ক্যানের পর তার ইনফেকশনের কথা জানা যায়। এইমস সূত্রের খবর, এইমস অধিকর্তা ও চেষ্ট স্পেশালিস্ট ডাঃ রণদীপ গুলারিয়ার অধীনে তিনি পোষ্ট কোভিড কেয়ারে চিকিৎসাধীন। সেখান থেকেই যাবতীয় কাজ করবেন অমিত শাহ এমনটাই জানানো হয়েছে। যদিও আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই খবর।
#newzbangla #BengaliNews #AmitShah #নিউজবাংলা #Newsbangla #BengalUpdate
No comments