নিউজ বাংলা, কলকাতা : করোনায় আক্রান্ত হয়েছেন টলিউডের বিখ্যাত মল্লিক পরিবারের একাধিক সদস্য। হ্যাঁ, ঠিকই ধরেছেন। বিগত কয়েক দশক ধরে বাংলার দর্শকদের মনে যিনি নিপাট ভালোমানুষ হিসেবে জায়গা করে নিয়েছেন তিনি রঞ্জিত মল্লিক। তাঁর সেই জনপ্রি…
নিউজ বাংলা, কলকাতা : করোনায় আক্রান্ত হয়েছেন টলিউডের বিখ্যাত মল্লিক পরিবারের একাধিক সদস্য। হ্যাঁ, ঠিকই ধরেছেন। বিগত কয়েক দশক ধরে বাংলার দর্শকদের মনে যিনি নিপাট ভালোমানুষ হিসেবে জায়গা করে নিয়েছেন তিনি রঞ্জিত মল্লিক। তাঁর সেই জনপ্রিয়তার ধারা এগিয়েছেন মেয়ে কোয়েল।
করোনা আবহের মাঝে গত ৫ই মে নিজের সদ্যজাত ফুটফুটে ছেলের ছবি পোষ্ট করেছেন কোয়েল। যা দেখে কোয়েল সহ মল্লিক পরিবারের ফ্যানেরা রীতিমতো উচ্ছ্বসিত হয়েছিলেন। সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই মল্লিক পরিবারে থাবা বসিয়েছে করোনা।
Baba Ma Rane & I are tested COVID-19 Positive...self quarantined!
— Koel Mallick (@YourKoel) July 10, 2020
শুক্রবার সন্ধ্যে নাগাদ নিজেই একাধিক সোশ্যাল মিডিয়ায় গোটা পরিবারের করোনা আক্রান্ত হওয়ার সংবাদ জানিয়েছেন কোয়েল মল্লিক। আক্রান্ত হয়েছেন বাবা রঞ্জিত মল্লিক, মা দীপা মল্লিক সহ স্বামী নিসপাল সিং। পরিবারের সবাই করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
কিছুদিন আগেই কোয়েল মা হয়েছেন তারপরেই এই সংক্রমণের থাবা কিভাবে মল্লিক পরিবারে ঢুকল এই নিয়েই বেঁধেছে আতঙ্ক। তবে পরিবারের সবাই হোম কোয়ারেন্টাইনে আছেন বলে জানা গিয়েছে। চিকিৎসকরা নিয়মিত পর্যবেক্ষনেই রেখেছেন তাদের।
শিশুটির কথা চিন্তা করেই নেটদুনিয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন একাধিক অনুরাগীরা। যদিও নিসপাল জানিয়েছেন, তাদের সন্তান নিসপালের বাবা মায়ের কাছেই রয়েছে, সুস্থ আছে। অভিনেত্রীর এই খবর শুনে একাধিক কলাকুশলী সহ অনুরাগীরা দ্রুত আরোগ্য কামনা করেছেন।
No comments