নিউজ বাংলা, বারাসাত : প্ল্যান ছিল ডাকাতির। কিন্তু পুলিশের আচমকা হানাতেই ভেস্তে গেল প্ল্যান। ঘটনায় আটক ১০ জন। আরও দুই জনের খোঁজ করছে পুলিশ। ধৃতদের আজ বারাসাত আদালতে তোলা হবে।নিউটাউনের সিটি সেন্টারের কাছে ভোলার মাঠ এলাকায় হঠাৎ রাতে…
নিউজ বাংলা, বারাসাত : প্ল্যান ছিল ডাকাতির। কিন্তু পুলিশের আচমকা হানাতেই ভেস্তে গেল প্ল্যান। ঘটনায় আটক ১০ জন। আরও দুই জনের খোঁজ করছে পুলিশ। ধৃতদের আজ বারাসাত আদালতে তোলা হবে।
নিউটাউনের সিটি সেন্টারের কাছে ভোলার মাঠ এলাকায় হঠাৎ রাতের অন্ধকারে বারোজনের জমায়েত লক্ষ্য করেন এলাকাবাসী। খবর পাঠানো হয় ইকোপার্ক থানায়। ঘটনাস্থলে এসে পুলিশ নিজেই ধন্দ্বে পড়ে যায়।
চেহারার চাকচিক্য, পোশাকের ধরণ দেখে ডাকাত তো দূর, কোনো আইটি সেক্টরের কর্মী বলেই মনে হবে। কিন্তু কি কারণে হঠাৎ এই পদক্ষেপ! জানা যায়, লকডাউনের জেরে বন্ধ কাজ, পরিবারের দিকে তাকিয়েই এই পথে নামেন তারা একথা ধৃতরা স্বীকার করেছে বলে পুলিশ সূত্রের খবর।
ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু ধারালো অস্ত্রশস্ত্র। ধৃতরা নিউটাউন, বেলেঘাটা, দমদম এলাকার বাসিন্দা বলেই জানা গেছে।
#newzbangla
#BengalNews #TechNews #bengalinews #নিউজবাংলা #newsbangla #CrimeNews #KolkataUpdate
No comments