পার্থ খাঁড়া, নিউজবাংলা : মঙ্গলবার সকালে বিয়ে সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল নব দম্পতির গাড়ি। ঘটনাটি ঘটেছে পশ্চি মেদিনীপুরের বেলদা থানার নেকুরসেনি'র ৬০ নম্বর জাতীয় সড়কের উপর।সূত্রের খবর, বেলদা থানার রসুলপুর এলাকা থেক…
পার্থ খাঁড়া, নিউজবাংলা : মঙ্গলবার সকালে বিয়ে সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল নব দম্পতির গাড়ি। ঘটনাটি ঘটেছে পশ্চি মেদিনীপুরের বেলদা থানার নেকুরসেনি'র ৬০ নম্বর জাতীয় সড়কের উপর।
সূত্রের খবর, বেলদা থানার রসুলপুর এলাকা থেকে বিয়ে করে বউকে নিয়ে নিজের বাড়িতে যাচ্ছিল মালযমুনার ছেলে। বেলদা থানার নেকুরসেনি কাছে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বরযাত্রীর গাড়িটি।
এলাকাবাসীরা দেখতে পেয়ে বেলদা থানায় খবর দেয়। পুলিশ গিয়ে গুরুতর আহত অবস্থায় ৭ জনকে উদ্ধার করে বেলদা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য।
#newzbangla
#SouthBengal #TechNews #bengalinews #নিউজবাংলা #newsbangla
No comments