নিউজ বাংলা, কলকাতা : দেশের বিভিন্ন রাজ্যে ক্রমেই বাড়ছে করোনা সংক্রমণ। দিল্লী, মুম্বাইয়ের মত রাজ্যগুলিতে যেভাবে সংক্রমণের মাত্রা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে সেই কথা ভেবেই ছয় শহরের বিমানবন্দরের সঙ্গে কলকাতা বিমানবন্দরের যোগাযোগ সাময়িক ভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দিল্লী, মুম্বাই, চেন্নাই, নাগপুর, আমেদাবাদ, পুনে বিমানবন্দর থেকে আগামী ৬ থেকে ১৯ জুলাই পর্যন্ত কলকাতাগামী সমস্ত উড়ান বাতিল করে দেওয়া হয়েছে। করোনা সংক্রমণ ঠেকাতে পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধে এই পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কলকাতা বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে।
It is informed that no flights shall operate to Kolkata from Delhi,Mumbai, Pune, Nagpur,Chennai & Ahmedabad from 6th to 19th July 2020 or till further order whichever is earlier. Inconvenience caused is regretted.@AAI_Official @MoCA_GoI @ushapadhee1996 @HardeepSPuri @arvsingh01
— Kolkata Airport (@aaikolairport) July 4, 2020
রাজ্য সরকারের তরফে ঘরোয়া উড়ান বন্ধের দাবী জানানোর পাশাপাশি সুরাট ও ইন্দোর থেকেও যাতে কোনো বিমান পশ্চিমবঙ্গে না পৌঁছয় সেই কথাও জানিয়ে আবেদন জানানো হয় কেন্দ্রের কাছে। সেই আবেদনের জবাবে কলকাতা বিমানবন্দরের তরফে ট্যুইট করে ৬টি বিমানবন্দর থেকে কলকাতা মুখি ঘরোয়া উড়ান বন্ধ থাকার বিষয়টি জানানো হয়।
No comments