নিউজ বাংলা, বীরভূম : বস্তাবন্দি অবস্থায় এক সদ্যজাত কন্যাসন্তানকে ক্যানেলের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা শিশুটিকে উদ্ধার করে সিউড়ি হাসপাতালে নিয়ে আসে। কি কারণে কারা এই কাজ করেছে তা খতিয়ে দেখছে পুলিশ। বীরভূম সিউড়ির…
নিউজ বাংলা, বীরভূম : বস্তাবন্দি অবস্থায় এক সদ্যজাত কন্যাসন্তানকে ক্যানেলের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা শিশুটিকে উদ্ধার করে সিউড়ি হাসপাতালে নিয়ে আসে। কি কারণে কারা এই কাজ করেছে তা খতিয়ে দেখছে পুলিশ।
বীরভূম সিউড়ির ২ নং ব্লকের কোমা গ্রামের ঘটনা। ঘটনার সূত্রপাত, গত শুক্রবার রাতে স্থানীয় কিছু যুবক ক্যানেল পাড় ধরে বাড়ি ফেরার সময় হঠাৎ একটি বাচ্চার কান্না শুনতে পান। আওয়াজ শুনেই ক্যানেল পাড় বরাবর খোঁজার পরে শিশুটিকে একটি বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করেন তারা। এরপর ওই সদ্যোজাতকে নিয়ে এসে সিউড়ি হাসপাতালে ভর্তি করেন।
কে বা কারা এই কাজ করল তা এখনও প্রমান পাওয়া যায়নি। তবে রাস্তার সিসিটিভি ফুটেজ চেক করার পাশাপাশি এলাকা পরিদর্শন করছে পুলিশ। বর্তমানে শিশুটি সিউড়ি হাসপাতালেই চিকিৎসাধীন তবে আগের থেকে অনেকটাই ভালো রয়েছে শিশুটি এমনটাই হাসপাতাল সূত্রে খবর।
No comments