নিউজ বাংলা, গোসাবা : গোসাবার বিধায়ক জয়ন্ত নস্করের বাড়িতে বৃহস্পতিবার সকালে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। বিধায়কের বাড়ির তিন তলাতে থাকতেন যুবক। আত্মহত্যা না অন্য কোনো কারণ তা খতিয়ে দেখছে পুলিশ।১৫ বছর বয়স থেকেই বিধায়ক জয়ন্ত নস্করে…
নিউজ বাংলা, গোসাবা : গোসাবার বিধায়ক জয়ন্ত নস্করের বাড়িতে বৃহস্পতিবার সকালে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। বিধায়কের বাড়ির তিন তলাতে থাকতেন যুবক। আত্মহত্যা না অন্য কোনো কারণ তা খতিয়ে দেখছে পুলিশ।
১৫ বছর বয়স থেকেই বিধায়ক জয়ন্ত নস্করের বাড়ির তিন তলাতে থাকতেন মৃত লাবন্য হালদার। লাবণ্যের বাড়ি গোসাবাতে হলেও তিনি বিধায়কের বাড়িতে অন্য একটি রুমে থাকতেন। এদিন সকালে তিনতলার ছাদ থেকে যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। সকালে খাবার দিতে গিয়ে বাড়ির পরিচারিকার নজরে আসে এই ঘটনা।
ঝুলন্ত অবস্থায় অবস্থায় থাকা লাবণ্যকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, আত্মহত্যার ঘটনা ঘটিয়েছে লাবণ্য। যদিও ঠিক কি কারণে এই আত্মহত্যা বা যুবকের মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
#newzbangla #south24pargana #bengalinews #নিউজবাংলা #gosabanews #BengalNews
No comments