নিউজ বাংলা, আম্বালা : অবশেষে প্রতীক্ষার অবসান। দুপুর ৩.১৩ মিনিট নাগাদ পাঁচটি রাফাল সফলভাবেঅবতরণ করেছে হরিয়ানার আম্বালা বায়ুঘাটিতে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ট্যুইট করে ভারতীয় সেনাদের অভিনন্দন জানান।জল কামানের মাধ্যম…
নিউজ বাংলা, আম্বালা : অবশেষে প্রতীক্ষার অবসান। দুপুর ৩.১৩ মিনিট নাগাদ পাঁচটি রাফাল সফলভাবে অবতরণ করেছে হরিয়ানার আম্বালা বায়ুঘাটিতে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ট্যুইট করে ভারতীয় সেনাদের অভিনন্দন জানান।
জল কামানের মাধ্যমেই রাফাল গুলিকে স্বাগত জানানো হয়। আম্বালা বায়ুঘাটিতে উপস্থিত ছিলেন বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল আর কে ভাদোরিয়া। যিনি রাফাল চুক্তির সময় গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। দক্ষিণ পশ্চিম ফ্রান্সের বর্দোর মেরিনিয়াক বায়ুসেনার ঘাঁটি থেকে গত সোমবার দাঁসোর তৈরী পাঁচটি রাফাল যুদ্ধবিমান ভারতের উদ্দেশ্য রওনা দিয়েছিল।
দীর্ঘ ৭০০০ কিলোমিটার যাত্রাপথের সাতঘন্টা পর সেগুলি মঙ্গলবার আরব আমিরশাহির বায়ুসেনার আল-ডাফরা বায়ুঘাঁটিতে অবতরণ করে। ফের বুধবার আরবের বায়ুসেনা ঘাঁটি থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বিমানগুলি।
আজ দুপুরে সেগুলি ভারতের আকাশে পৌঁছনোর পরেই সুরক্ষার কারণে দুটি সুখোই উড়ান রাফাল যুদ্ধবিমানের সঙ্গ দেয়।
একনজরে দেখা যাক রাফালের পরিচিতি -
• মিনিটে ৬০ হাজার ফুট উচ্চতা ছুঁতে পারে।
• ঘন্টায় ২১৩০ কিলোমিটার বেগে যাত্রা করে।
• ৩৭০০ কিমি বেগে আঘাত হানতে সক্ষম।
• ৪৭০০ লিটার জ্বালানি ভরার ক্ষমতা।
• মাঝআকাশে জ্বালানি ভরতে সক্ষম এই যোদ্ধা।
• একটানা ১০ ঘন্টা যাত্রা করার ক্ষমতা।
• এটি লম্বায় ১৫.৩০ মিটার লম্বা।
• উচ্চতায় ৫.৩০ মিটার।
• চওড়ায় এটি ১০.৯০ মিটার লম্বা।
• ছয়টি সুপারসোনিক ক্রুজ মিসাইল বহন।
• তিনটি লেজার গাইডেড বোম এবং ছটি হাওয়াতে আঘাত হানতে সক্ষমকারী মিসাইল বহন করতে পারে এই রাফাল।
পাঁচটি রাফালের মধ্যে এবার একক আসন বিশিষ্ট তিনটি, এবং দ্বি-আসন বিশিষ্ট দুটি যুদ্ধবিমান এসেছে ভারতের কাছে।
গত ৯ মাস ধরে প্রশিক্ষণের পর আজ সাতজন পাইলট সেই যুদ্ধবিমান গুলিকে নিয়ে ভারতে পৌঁছান। চীন ও পাকিস্তান সীমান্তের কাছাকাছি ২০০ কিলোমিটার দূরে এগুলি আম্বালাতে অবস্থান করবে। ইতিমধ্যেই ফ্রান্সে দ্বিতীয় পর্যায়ে তৈরী পাঁচটি যুদ্ধবিমানের জন্য ভারতীয় বায়ুসেনার দ্বিতীয় ব্যাচের পাইলটরা সেখানে প্রশিক্ষণ নিয়ে বাকি পাঁচটি বিমান নিয়ে আসবেন।
ফ্রান্সের সাথে ২০১৬ তে ৩৬ টি রাফালের চুক্তি করেছিল ভারত। একাধিক ধাপে সেগুলি ভারতের হাতে ২০২১ এর মধ্যে এসে পৌঁছবে বলে খবর। মোট ৩৬ টি রাফালের মধ্যে হরিয়ানার আম্বালা বায়ুঘাটিতে থাকবে ১৮ টি রাফাল এবং বাকি ১৮ টি থাকবে পশ্চিমবঙ্গের হাসিমারায়।
#newzbangla
#IndianAirForce #TechNews #bengalinews #নিউজবাংলা #newsbangla #RAFAL #AmbalaAirBase
No comments