নিউজ বাংলা, কলকাতা : করোনা যুদ্ধে বুক চিতিয়ে লড়াই করে প্রাণ খুইয়েছেন ১২ সরকারী কর্মচারী। নিরলস ভাবে শেষ সময় পর্যন্ত করোনা আক্রান্তদের পাশে থাকার খেসারত দিয়েছেন তাঁরা। এমনই ১২ সরকারী কর্মীর পরিবারকে চাকরী দেওয়ার ঘোষণা করলেন রাজ্যে…
নিউজ বাংলা, কলকাতা : করোনা যুদ্ধে বুক চিতিয়ে লড়াই করে প্রাণ খুইয়েছেন ১২ সরকারী কর্মচারী। নিরলস ভাবে শেষ সময় পর্যন্ত করোনা আক্রান্তদের পাশে থাকার খেসারত দিয়েছেন তাঁরা। এমনই ১২ সরকারী কর্মীর পরিবারকে চাকরী দেওয়ার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এপর্যন্ত রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যায় চিন্তিত রাজ্য সরকার। এখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা পশ্চিমবঙ্গে ৯৮০। মোট আক্রান্তের সংখ্যা ৩২,৮৩৮। ইতিমধ্যেই কনটেনমেন্ট জোনেও পরিস্থিতির দিকে নজর রেখেই ১৯ জুলাই পর্যন্ত বেড়েছে লকডাউন।
এরই মাঝে করোনায় আক্রান্ত হয়ে মৃত ১২ জন করোনা যোদ্ধাদের পরিবারের একজনকে সরকারি চাকরি সহ ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা যোদ্ধাদের জন্য বিশেষ ব্যাজ, মানপত্র এবং মেডেল দেওয়ার কথা জানান তিনি।
সরকারী কর্মীর তালিকায় রয়েছেন স্বাস্থ্যকর্মী, পুলিশ, চিকিৎসক, সরকারী কর্মী। এখন পর্যন্ত ৪১৫ জন করোনা আক্রান্ত সরকারী কর্মীদের মধ্যে ৪০৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আক্রান্তদের মধ্যে ২৬৮ জন পুলিশকর্মী, ৩০ জন চিকিৎসক, ৪৩ জন নার্স, ৬২ জন সরকারি কর্মচারী রয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই খাতে সরকার ৫.২৩ কোটি টাকা খরচ করছে বলেও জানান তিনি।
No comments