চন্দন বারিক, দিঘা : সোমবার সকালে দিঘা মোহনা বাজারে এল বিশালাকায় একটি চিল শংকর মাছ। মাছটির ওজন প্রায় ৭৮০ কেজি বলে জানিয়েছেন মৎস্যজীবিরা।এদিন সকালে মাছটি দিঘা মোহনার পাইকারী বাজারে বিক্রীর জন্য নিয়ে আসা হয়। এই ধরণের মাছ সচরাচর দেখা…
চন্দন বারিক, দিঘা : সোমবার সকালে দিঘা মোহনা বাজারে এল বিশালাকায় একটি চিল শংকর মাছ। মাছটির ওজন প্রায় ৭৮০ কেজি বলে জানিয়েছেন মৎস্যজীবিরা।
এদিন সকালে মাছটি দিঘা মোহনার পাইকারী বাজারে বিক্রীর জন্য নিয়ে আসা হয়। এই ধরণের মাছ সচরাচর দেখা মেলে না। তাই মাছটিকে দেখতে বেশ ভীড় জমে যায় বাজারে।
সেই সময় মাছের বাজারে আসা অনেকেই এটির ছবি তুলে রাখেন। বেশ কিছু পর্যটকও সেই সময় মাছটিকে দেখতে ছুটে যান। মাছটিকে এদিন নিলামে বিক্রী করা হয়েছে বলে মৎস্যজীবিদের সূত্রে জানা গেছে।
No comments