নিউজ বাংলা, লখনউ : ফের এনকাউন্টার উত্তরপ্রদেশে। পুলিশের গুলিতে নিহত দাগী আসামি। বারবার বিতর্কের খাতায় নাম উঠলেও কেন এনকাউন্টারের পথেই হাঁটছে উত্তরপ্রদেশ পুলিশ! সরকারের ব্যর্থতা ঢাকতেই এনকাউন্টার বলে খোঁচা বিরোধীদের।ঘোষণা করা হয়…
নিউজ বাংলা, লখনউ : ফের এনকাউন্টার উত্তরপ্রদেশে। পুলিশের গুলিতে নিহত দাগী আসামি। বারবার বিতর্কের খাতায় নাম উঠলেও কেন এনকাউন্টারের পথেই হাঁটছে উত্তরপ্রদেশ পুলিশ! সরকারের ব্যর্থতা ঢাকতেই এনকাউন্টার বলে খোঁচা বিরোধীদের।
ঘোষণা করা হয়েছিল মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল টিঙ্কু কপালাকে ধরে দিতে পারলে ১ লক্ষ টাকা পুরস্কার দেবে উত্তরপ্রদেশ সরকার। সূত্রের খবর, উত্তরপ্রদেশের বারাবাঁকি এলাকায় টিঙ্কু কপালাকে ধরতে বিশেষ অভিযান চালায় উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টিম।
সেখানেই পুলিশের সাথে গুলির লড়াই শুরু হয় টিঙ্কুর। গুলি লাগার কারণে গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। বারবার অপরাধী ধরতে উত্তরপ্রদেশ পুলিশকে কেন গুলি করতে হয় প্রশ্ন তুলছেন বিরোধীরা।
#newzbangla #PoliceEncounter #bengalinews #নিউজবাংলা #nationalnews #newsbangla #UttarPradeshPolice #NationalNews #crimenews
No comments