Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

চোখের জলে শেষ বিদায়, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সবংয়ে সেনা জওয়ানের শেষকৃত্য সম্পন্ন, এলেন সাংসদ, বিধায়ক, বিরোধী নেতা-নেত্রী !

পার্থ খাঁড়া, নিউজবাংলা :রবিবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল কাশ্মীরের অনন্তনাগে জঙ্গীদের গুলিতে শহীদ সিআরপিএফ জওয়ান শ্যামল দে'র। এদিন সিআরপিএফ-এর আইজি, ডিআইজি সহ আধা সামরিক বাহিনীর জওয়ানরা তাঁকে শেষ শ্রদ্ধা জা…


পার্থ খাঁড়া, নিউজবাংলা : রবিবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল কাশ্মীরের অনন্তনাগে জঙ্গীদের গুলিতে শহীদ সিআরপিএফ জওয়ান শ্যামল দে'র। এদিন সিআরপিএফ-এর আইজি, ডিআইজি সহ আধা সামরিক বাহিনীর জওয়ানরা তাঁকে শেষ শ্রদ্ধা জানান।

শনিবার রাতে প্রবল বৃষ্টির মাঝেই কলকাতা বিমানবন্দর থেকে শহীদ জওয়ানের দেহ এসে পৌঁছায় পশ্চিম মেদিনীপুরের সবং থানার দান্দরা গ্রামপঞ্চায়েতের সিংপুর গ্রামে। সেই সময়ও বাঁধ ভাঙা স্রোতের মতো এলাকাবাসীরা তাঁকে শেষবার দেখার জন্য ছুটে আসেন।

রবিবার সকালে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হয়। জওয়ানের বাড়ির পাশেই মাঠে দেহ রেখে তাঁকে শ্রদ্ধা জানানো হয়। ঘটনাস্থলে আসেন হাজার হাজার মানুষ। সেই সঙ্গে ঘাটালের সাংসদ "দেব", রাজ্য সভার সাংসদ মানস ভুঁইয়া, তাঁর স্ত্রী বিধায়ক গীতা ভুঁইয়া প্রমূখরা। এছাড়াও শহীদ জওয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ সহ অন্যান্যরাও।
No comments