Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

সিলভার স্ক্রিন নয়, সুশান্ত সিং রাজপুতের শেষ ছবির ভাগ্যেও জুটছে অনলাইন প্ল্যাটফর্ম, অনুরাগীরা হতাশ !

অরিন্দম দাস, নিউজ বাংলা : শেষ রক্ষা করা গেল না। একের পর এক তথ্যে মন ভাঙছে একাধিক অনুরাগীর। প্রিয় অভিনেতাকে শেষবারের মত হলের ভেতরে দেখার সুযোগ একপ্রকার হাতছাড়া হল। আগামী ২৪ জুলাই ডিসনি প্লাস হটস্টারে মুক্তি পাচ্ছে "দিল বেচারা…


অরিন্দম দাস, নিউজ বাংলা : শেষ রক্ষা করা গেল না। একের পর এক তথ্যে মন ভাঙছে একাধিক অনুরাগীর। প্রিয় অভিনেতাকে শেষবারের মত হলের ভেতরে দেখার সুযোগ একপ্রকার হাতছাড়া হল। আগামী ২৪ জুলাই ডিসনি প্লাস হটস্টারে মুক্তি পাচ্ছে "দিল বেচারা"।

আশায় বুক বেঁধেছিলেন অনেকেই হয়ত শেষ ছবিটা হলে দেখে সুশান্তকে শেষবিদায় জানানোর সৌভাগ্য পাওয়া যাবে। সেইমতো সোশ্যাল মিডিয়ায় একাধিক পিটিশান আর আওয়াজ তোলার কাজেও কোনো ত্রুটি কেউ রাখেননি। কিন্তু সেই পরিকল্পনা আপাতত সবটাই ভেস্তে গেল।

আগামী ২৪ জুলাই এই ডিসনি প্লাস হটস্টারে বলিউডের কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরার ডিরেক্টরিয়াল ডেবিউ হচ্ছে "দিল বেচারা" ছবির মধ্যে দিয়েই। হটস্টারের তরফে প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানিয়ে সাবস্ক্রাইবার এবং নন সাবস্ক্রাইবার, সমস্ত গ্রাহককেই ছবিটি দেখার সুযোগ দেওয়া হয়েছে।

ছবিতে দুই ক্যান্সার আক্রান্ত কিভাবে তাদের জীবনে সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে তাদের বাঁচার লড়াই লড়বে সেই চিত্রই ফুটে উঠবে। যেখানে ভালোবাসা, আশা কিছু স্মৃতির মেলবন্ধন থাকবে। ছবির প্রতিটি অংশের সাক্ষী থাকতে অবশ্যই দেখতে হবে ছবিটি।


মোবাইলে আরও নিউজ আপডেট পেতে এইখানে ক্লিক করুন - Whatsapp

No comments