
পার্থ খাঁড়া, নিউজবাংলা (পঃমেদিনীপুর) : দ্রুত গতিতে ছুটে আসা একটি গাড়ির ধাক্কায় এক টোল প্লাজা কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার নারায়ণগড় এলাকায়। (ভিডিওটি দেখতে পেজের নীচে স্ক্রল করুন)।
মৃত টোলপ্লাজা কর্মীর নাম সঞ্জয় খিলাড়ি। রবিবার ভোররাতে রাস্তার ধারে ডিউটি করার সময় দ্রুতগতিতে আসা গাড়ি তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলের কিছু দূরে থাকা অন্য কর্মীরা তাঁকে রক্তাক্ত অবস্থায় প্রথমে হাসপাতালে নিয়ে যায়।
অবস্থার অবনতি হলে তাঁকে অন্যত্র স্থানান্তরিত করার সময় রাস্তাতেই মৃত্যু হয়েছে ওই কর্মীর। মৃত কর্মীর সঙ্গীরা জানিয়েছেন, যে জায়গায় সঞ্জয়বাবু ডিউটি করছিলেন সেটি সিসিটিভির আওতা থেকে কিছুটা দূরেই ছিল।
তবে ঘটনাস্থলের পারিপার্শ্বিক অবস্থা দেখে তাঁদের ধারণা, কোনও বড় গাড়ি সঞ্জয়বাবুকে ধাক্কা মারার পাশাপাশি টোল প্লাজার নিয়ন্ত্রিত অস্থায়ী ব্যারিকেড ভেঙে পালিয়েছে। ওই সময় যে সমস্ত গাড়ি গিয়েছে তাদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
কি ঘটেছিল দেখুন ভিডিওটি-
মোবাইলে আরও নিউজ আপডেট পেতে এইখানে ক্লিক করুন - Whatsapp
No comments