নন্দন বেরা, পূর্বমেদিনীপুর.ইন : শুক্রবার শিবরাত্রীর রাতে একাধিক দোকানে তালা ভেঙে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের এগরা থানা এলাকায়। ঘটনাস্থল এগরার মির্জাপুর বাস স্টপ এর কাছে। (ভিডিওটি দেখতে নীচে স্ক্রল করুন)।
শনিবার সকালে ঘটনাটি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। স্থানীয়রা জানিয়েছেন, পর পর দুটো সোনার দোকান। এছাড়াও একটি কসমেটিক দোকানের তালা ভেঙে চুরির চেষ্টা হয়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, দোকানের লকার গ্ৰাইন্ডার দিয়ে কেটে দেওয়া হয়েছে।
সামনের সাটার ভেঙে ভেতরে ঢোকে চোরের দল। তাঁরা কসমেটিক্স দোকানের সিসি টিভি ক্যামেরা উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে। যাতে চুরির ঘটনা প্রকাশ্যে না আসে। চুরি গিয়েছে কুসুমমনি জুয়েলার্স (প্রণব কুমার দাস), মা নীরদাময়ী জুয়েলার্স (সুশান্ত পয়ড়্যা) নামের দোকান দুটিতে।
কুসুম মনি জুয়েলার্স-এর মালিক প্রণববাবু জানিয়েছেন, চোরের দল দোকানের লোহার ভল্ট ভেঙে সোনা ও নগদ টাকা নিয়েছে। ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করেছে এগরা থানার পুলিশ।
কি ঘটেছিল দেখুন ভিডিওটি -
কি ঘটেছিল দেখুন ভিডিওটি -
No comments