পার্থ খাঁড়া, নিউজবাংলা ডেস্ক : মঙ্গলবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের ভাদুতলা রেঞ্জের অধীন জোড়াকুসমা এলাকার বাগমারির জঙ্গলে উদ্ধার হল একটি পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ। এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান বন দফতরের আধিকারীকরা। তাঁদের প্রাথমিক অনুমান, শারীরিক অসুস্থতার জন্যই মৃত্যু হয়েছে হাতিটির। তবে মৃত্যুর প্রকৃত তথ্য জানতে তদন্ত শুরু হয়েছে বলে বনদফতরের আধিকারীকরা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরের দিকে হাতির মৃতদেহটি জঙ্গলের পাশে পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। এলাকাবাসীরা মৃত হাতির মাথায় সিঁদুর দিয়ে মঙ্গল কামনা করেন।
উল্লেখ্য গত কয়েক মাস ধরে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় হাতির তাণ্ডবে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকাবাসীরা। বহু এলাকার চাষবাস ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি হাতির হানায় প্রাণ হারিয়েছেন একাধিক নিরীহ মানুষ।
তবে এতকিছুর মধ্যেও হাতির ওপর হামলা চালানো বা হাতিকে মেরে ফেলার ঘোর বিরোধী জঙ্গলমহলের বাসিন্দারা। তাঁরা হাতিকে পুজো করেন দেবতাজ্ঞানে। তাই হাতি মৃত্যুর ঘটনার খবরে শোকস্তব্ধ এলাকাবাসীরা।
No comments