
নিউজবাংলা ডেস্ক : আগামী ১১ মার্চ মেয়ের বিয়ে। তারজন্য বাড়িতে এখন সাজো সাজো রব। ইতিমধ্যে কার্ড ছেপে বিয়ের নেমন্তন্ন ও শুরু হয়ে গিয়েছে। তারই মাঝে ঘটে গেল বিপত্তি। মেয়ের বিয়ের নেমন্তন্ন সারতে বেরিয়ে আর বাড়ি ফেরা হল না তার বাবার।
বাড়ি থেকে বেশ খানিকটা দূরের জঙ্গলের একটি গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে বাবার দেহ। ঘটনাস্থল বীরভূমের পাড়ুই থানা এলাকা। মৃত ব্যক্তির নাম বলরাম থান্ডার। তাঁকে উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মৃতের পরিবার সূত্রে জানা গেছে, বাড়িতে মেয়ের বিয়ে রয়েছে বলেই তিনি নেমন্তন্ন সারতে বেরিয়েছিলেন। মৃতের পকেটেও নেমন্তন্নের কার্ড পাওয়া গিয়েছে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান ওই ব্যক্তি আত্মঘাতী হয়েছেন। পরিবারের একটি সূত্রে খবর, মেয়ের বিয়ের খরচ জোগাড় করা নিয়ে দুশ্চিন্তার মধ্যেই ছিলেন বলরামবাবু।
তবে বলরামবাবুর আত্মহত্যার বিষয়টি নিয়ে অন্ধকারে রয়েছে। তিনি যে টাকা পয়সা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন সে বিষয়ে পরিবারের কেউই কিছু জানতেন না বলেই দাবী পরিবারের। মৃতদেহটিকে ময়না তদন্তে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
No comments