পার্থ খাঁড়া, নিউজবাংলা ডেস্ক : বছরের শুরুতেই মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল পশ্চিম
মেদিনীপুরের শালবনি ব্লকের বাসিন্দারা। বৃহস্পতিবার সকালে শালবনির পিড়াকাটার
পার্শ্ববর্তী জয়পুরে একটি বেপরোয়া বাসের তলায় পিষ্ট হয়ে প্রাণ হারাল হতভাগ্য ষষ্ঠ
শ্রেণীর এক ছাত্র।
মৃত ছাত্রের নাম সঞ্জয় সাউ। তাঁর বাড়ি স্থানীয় মাছবিন্দা
এলাকায়। ছেলেটি স্থানীয় জয়পুর উচ্চ বিদ্যালয়ে নতুন সেশানে ভর্তি হওয়ার জন্য
সাইকেলে চেপে বাড়ি থেকে বেরিয়েছিল। পথে জয়পুরের কাছে বাসটি পেছন থেকে এসে তাঁকে
সজোরে ধাক্কা মারে।
এর জেরে রাস্তায় ছিটকে পড়ে ছেলেটি। তারপরেই বাসটি ছেলেটিকে
পিষ্ট করে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছাত্রটির। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বাসটি
গোয়ালতোড় থেকে আসছিল। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
No comments