পার্থ খাঁড়া, নিউজবাংলা ডেস্ক : শুক্রবার গভীর রাতে ট্রাকের সঙ্গে একটি মোটর বাইকের মুখোমুখি
সংঘর্ষে এক মোটর বাইক আরোহীর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে আহত হয়েছেন বাইকে থাকা আরও
এক ব্যক্তি।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার
গোদাপিয়াশাল এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম রোহিত সাউ (২৪)। আর গুরুতর
জখম যুবকের নাম অনুপম মহাপাত্রা। তাঁদের ২জনের বাড়িই মেদিনীপুর শহরে।
মর্মান্তিক দুর্ঘটনার ভিডিওটি দেখুন -
পুলিশ সূত্রে জানা গেছে, রাতে শালবনী থেকে মেদিনীপুরের দিকে
ফেরার পথে ওই মোটর বাইকের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে দুই
বাইক আরোহী রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে।
খবর পেয়ে পুলিশ এসে দুই বাইক আরোহীকে উদ্ধার করে। তবে
ঘটনাস্থলেই ওই বাইক আরোহীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। অপর আহত ব্যক্তিকে
মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
No comments