পার্থ খাঁড়া, নিউজবাংলা ডেস্ক : মঙ্গলবার সন্ধ্যায় কাশ্মীরের কুলগ্রামে জঙ্গিদের গুলিতে নিহতদের বাঙালি মানতে নারাজ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর সাফ কথা, 'মৃতরা বাঙালি নন। ওঁরা শ্রমিক।
তাঁর মন্তব্য, কাশ্মীরে এরকম বহু রাজ্যের ও বহু দেশের মানুষ মরছেন জঙ্গিদের হাতে। '
এঘটনাকে খাটো করে দেখে তিনি রাজ্যের রাজনৈতিক হিংসায় নিহতদের তুলনা টেনে বলেন, 'এরাজ্যেও অনেক বিজেপি নেতা কর্মীরা হিংসার বলি হয়েছেন। তখন কাউকে এভাবে উদ্বেগ প্রকাশ করতে দেখা যায়নি।
যেভাবে সেনা ও দেশের সরকার কাজ করছে তাতে পাকিস্তানের উগ্রপন্থা খুব তাড়াতাড়ি বন্ধ হবে বলে দাবি করেন দিলীপ ঘোষ। বুধবার খড়্গপুরে দলীয় কর্মীদের সঙ্গে চায়ের চর্চার আসরে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান মেদিনীপুরের সাংসদ।
দক্ষিণ কাশ্মীরের কুলগ্রামে জঙ্গিদের গুলিতে মারা যান বাংলার ৫ শ্রমিক। মুর্শিদাবাদের এই শ্রমিকদের মৃত্যুর ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে দিলীপ ঘোষের দাবি পাকিস্তানের উগ্রপন্থা বন্ধ হওয়া দরকার। বহু দেশের মানুষ পাকিস্তানের উগ্রপন্থার স্বীকার।
দিলীপ ঘোষ কি বলছেন, দেখে নিন এই ভিডিও প্রতিবেদনটি-
দিলীপ ঘোষ কি বলছেন, দেখে নিন এই ভিডিও প্রতিবেদনটি-
একই সঙ্গে জঙ্গী দমনে কেন্দ্র সরকার ও দেশের সেনার উপর ওপর দেশের মানুষের সম্পূর্ণ আস্থা আছে বলে মেদিনীপুর লোকসভার বিজেপি সাংসদের দাবি।
No comments