শঙ্কর পাণ্ডে, নিউজবাংলা ডেস্ক : অতিরিক্ত যাত্রী বোঝাই করে নদী পারাপার করতে গিয়ে বড়সড় বিপত্তির মুখে পড়ল দক্ষিণ ২৪ পরগরনার গদখালী থেকে গোসাবা গামী একটি ভুটভুটি। বুধবার সকালে মাঝনদীতে থাকা কালীন ভুটভুটির তলা ফুটো হয়ে আচমকাই জল ঢুকতে থাকে নৌকোর খোলের ভেতর।
এই ঘটনার জেরে ব্যাপক আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন যাত্রীরা। তবে ভুটভুটির চালকের তৎপরতায় এ যাত্রায় রক্ষা পেয়েছেন যাত্রীরা। কোনওক্রমে সেটিকে পাড়ে ভিড়িয়ে দেওয়ায় প্রাণ হাতে নিয়ে সেখান থেকে নেমে আসেন যাত্রীরা। এই ঘটনার জেরে যাত্রীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিন এই রুটে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত যাত্রী বহন করে নিয়ে যাওয়া হয়। এর জেরে প্রাণ হাতে নিয়েই যাত্রীদের পারাপার করতে হয়। বুধবার সকাল ৮-৩০টা নাগাদ একই ভাবে গদখালি থেকে গোসাবা যাওয়ার সময় বিপত্তি ঘটে যায়।
তবে ভুটভুটি থেকে নেমে যাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন। মাঝিদের একাংশ অতিরিক্ত আয়ের জন্য স্পেশাল ভুটভুটি চালাচ্ছে এর ফলে যেমন খেয়াতে পয়সা দিতে হচ্ছে তেমনি স্পেশাল ভুটভুটিতেও পয়সা দিতে হচ্ছে। ফলে নিত্য যাত্রীদের হয়রানি হতে হচ্ছে।
No comments