Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

হাজারও দুস্থ মানুষদের খুশীর উপহার "উৎসর্গ" করল মেদিনীপুর জেলা পুলিশ !

https://www.facebook.com/NzBangla/


পার্থ খাঁড়া, নিউজবাংলা ডেস্ক : যাদের সামর্থ নেই তারাও যেন দুর্গা পুজোর উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না থাকেন। আর সেই কারনেই মেদিনীপুর পুরসভার ২৫টি ওয়ার্ডে বসবাসকারী ৫০ জন করে মোট ১২৫০ জন দুঃস্থ মানুষের হাতে উৎসবের প্রাক্কালে নতুন পোশাক তুলে দেওয়া হলো|বৃহস্পতিবার মেদিনীপুর কলেজ ময়দানে এই অনুষ্ঠানের আয়োজন করে জেলা পুলিশ। যেখানে উপস্থিত ছিলেন জেলা শাসক রশ্মি কমল, পুলিশ সুপার দীনেশ কুমার, জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি, বিধায়ক দীনেন রায়,  প্রদ্যুৎ ঘোষ, মৃগেন মাইতি, সমাজসেবী নির্মাল্য চক্রবর্তী, প্রসেনজিৎ চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ|
https://www.facebook.com/gloriousbeauty.in/

পুলিশ সুপার দীনেশ কুমার জানান, উৎসবের আনন্দ ভাগ করে নিতেই জেলা পুলিশের এই আন্তরিক প্রচেষ্টা| এর নাম দেওয়া হয়েছে 'উৎসর্গ'| তিনি জানান, যাদের সামর্থ্য রয়েছে তাঁরা যেমন পুজোয় আনন্দ উপভোগ করছেন একই ভাবে যাদের সেই সামর্থ্য নেই তাঁরাও যাতে এই আনন্দে সামিল হতে পারে এজন্যই জেলা পুলিশের এই উদ্যোগ|অন্যদিকে মেদিনীপুর পৌরসভার ৫নং ওয়ার্ড এর ওয়ার্ড উন্নয়ন কমিটি ও তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রায় তিন শতাধিক মানুষকে বস্ত্র বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন ওয়ার্ড এর প্রাক্তন কাউন্সিলর মৌ রায়, সমাজসেবী চন্ডী হাজরা সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ।
No comments